...

4 views

আলো হয়েই থেকো
আলো হয়েই থেকো
শ্রী রাজু গরাই ১১ই ডিসেম্বর ২০২৩

নিদারুণ উপেক্ষা যুগযুগান্তে
নিদ্রাতুর নয়নে আঁধার অরণ্য অবিরত,
মাটির প্রদীপে তুলসীর মঞ্চে আলো হয়ে
আলো দিও সাধ্য মতো।

দেহলীলায় তুলেছো জাগায়ে জোয়ার ভাটা
বিকাশিছ অবলীলায়,
নিত্যকাল দিয়েছো রাঙায়ে
তাইতো অবুঝ দৃশ্যে শিহরিত মন দোলায়।
বারিদের বুকচিরে দেখবো রোমকূপে বারম্বার
ধমনী শিরায় যে ধ্বনি হয়েছে একাকার
তারই মাঝে খুঁটে নেবো স্তব্ধতায় তুমি আমি একা
শেষ বিকালের স্নিগ্ধ আলোয় আঁখিতেআঁখি দেখা।

আলো হয়েই থেকো অন্তরা সুদিনেরঅমাবস্যা রাতে
অশ্রুনদী বইবে না আর, দেখো কূলে ডুবেছি মদিরাতে !

© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writer #writerRajuGarai #আলো_হয়েই_থেকো #poetry #Love&love #latter #philosophy