...

2 views

তন্ত্র-মন্ত্র
রাজপথে উত্তপ্ত কাণ্ডারি,
চলছে উত্তাল মিছিল।
চলছে গুটি কয়েক বিদ্রোহীর শিরদাঁড়া বেয়ে গরম রক্তের ঢেউ।
হঠাৎ,
বারুদের ঘ্রাণ।
হঠাৎ,
কেঁপে উঠলো সপ্ত আসমান।
হঠাৎ,
বিদ্রোহী লুটিয়ে পড়লো।
জুলাইয়ের গরমের উত্তপ্ত পিচে,
কে যেন দিয়ে গেলো দেশ -গর্দভের কাছে,
আতঁতায়ী এক বলিদান।
কে রেখেছে খবর?
কার আছে স্মরণে?
স্বৈরাচারের বুলেট বিঁধলো,
কোন বিদ্রোহী মায়ের ললাটে?
ব্যথায়,
বিমুর্শ হলো কোন মায়ের কোল!
ব্যথায়,
অহংকার এলো কোন পিতার ঠোঁটে!

কে রেখেছে খবর?
কার আছে স্মরণে?
কে পড়েছে জানাজা?
পিতা জমিয়েছে জল,
লুকিয়ে সবার প্রস্থানে একাকী অহংকারের স্রোতে ভাসবে বলে।

দেশ মাতা গর্দভ!
এত বড় স্পর্ধা!
স্বদেশের সাথে বেইমানি?


কবি বলে,
স্বাধিকার আর বাক...