...

4 views

ভুলে যাওয়া পদচিহ্ন
আমিও হারিয়ে যাবো কোন এক বিদায় অপরাহ্ণ।
শত চেষ্টা করেও মিলবেনা আর এই পদচিহ্ন।

গোধূলির আলোমাখা লালচে মলিন,
আকাশপটে আলোরাজ হবে বিলীন।

কেউ রাখলো না-তো মনে
সে ভাবলো রাত্রি বিরলে,
যে করলো এই ভুবন আলোময়
তাকে ভুলতে করলো না দ্বিধা! এ কেমন লোকালয়?

চন্দ্র জ্যোসনার মুগ্ধতা নিয়ে কত কবিতা আর গান!
অথচ দেখো এই লোকপুরে নাই কোনো সূর্যের মান।...