...

6 views

অচেনা
কী হলো কোথায় গেল,
পুরোনো স্মৃতিগুলো।
আজব ভাবে বদলে গেল,
চেনা মানুষগুলো।
সময়ের দাস সবাই,
সে তো সবাই জানে।
হঠাৎ করে বদলে গেলে,
কেউ কি তা মানতে পারে?
ইচ্ছে করে গিয়ে বলি-
"আবার আয়ে রে ফিরে,"...