...

4 views

বন্ধু
মনের কোনে মেঘ জমেছে
শুকিয়ে গেছে মুখের হাসি,
কত শতাব্দী যায় তলিয়ে
অনুভূতির বাতি জ্বালিয়ে
ভোরের অপেক্ষায় আছি।
শেষ প্রহরে মলিন মুখে
ফোটেনি আলোর জ্যোতি
কোথায় আছে এমন মানুষ
হাত বাড়াবে তার সহানুভূতি।
রক্ত মাংসের শরীর তোমার
আমার,একই লক্ষ্য সবার
মাঝে কিছু সময় কাটাবার।
সবই মেকি,সবই ফুরাবে
যত ভ্রান্তি অন্ধকার আবেগে
মনের প্রদীপ জ্বালো যবে
তবেই বন্ধুকে খুঁজে পাবে।
বন্ধু বিনে আর মানুষ কোথায়
দুঃখে সুখে সঙ্গী পাওয়া যায়,
যখনই ডাকি এক হাত দিয়ে
দাড়ায় এসে পাশে দুহাত বাড়িয়ে।
© Debabrata Deb