...

19 views

মরবো সেই দিগন্তে
উদাসীন পথ -
দিশাহীন রথ
ভাবনাচিন্তা ভুলে,
চলেছি নিদারুণ দূরে।

জানিনা উঠেছি কোথায়?
নামবো কোথায়?
কত পথ পেরিয়েছি এর আগে!
ভাবিনি তখন সেসব।

গন্তব্য ছিলোনা তখনো জানা,
হারিয়ে যেতাম আবার ফিরতাম!
আজ তেমন নয় তা বুঝি,
মন কেমন এক একাকী।

বলছে চল হারিয়ে যায়!
দরকার হলেও ফিরব না আর -
মরবো সেই দিগন্তে আমার।

- সপ্তদীপ সাহা।

Photographer - Saptadip Saha.
© Saptadip Saha