পথ
একা পৃথিবী, একা বড়ো,
গোটা মহাকাশ জুড়ে।
ঝুম রাতে তাই সে একাই চলে,
সমুদ্রের পাড় দিয়ে।
গোপন মনের কথা বলবে কাকে?...
গোটা মহাকাশ জুড়ে।
ঝুম রাতে তাই সে একাই চলে,
সমুদ্রের পাড় দিয়ে।
গোপন মনের কথা বলবে কাকে?...