...

4 views

আমার ভাবনায় শুধু তুমি

নিরব বনানী মাঝে
যখন প্রকৃতি একা হাসে,
তখন হেঁটে যাই আমি,
তার সঙ্গ দিতে।
দিনের শেষে যখন
পাখিরা শোনায়,
ঘরে ফেরার গান,
তখন মনে পড়ে যাই,
শখের বশে বানানো সে
আমার বসত বাড়ি ঘর।

ফিরি একা,
সে পথ ধরে ।
প্রকৃতি যখন চলে
আমার পাশে পাশে,
বলি ভালোবেসো ,
একটু আমাকে
তোমার ঐ অধরা স্পর্শে।
কেননা তুমি হলে খুশি
আর আমি হলাম,
সেই খুশির আশাই সারাজীবন।


© the untold