সময় পেলে একটু ভেবো দেখো ( Take a look when you have time )
I wrote a bengali poem and also translated in English
________________________________
সময় পেলে একটু ভেবো দেখো
________________________________
ছোটরা ভূল করলে বড়রা মেরে ধরে শিক্ষা দেয়
বড়রা ভূল করলে তাদের কী সঠিকটা শেখানো উচিৎ নয়?
ছোটোদের প্রতি অত্যাচার কেন বড়দের প্রতি নয়
মানুষ মাত্রই তো ভুল হয় সেটা বোঝার ক্ষমতা কী হারিয়ে ফেলেছে সবাই?
গুরুজনদের সম্মান করতে হয় সেটাই শেখানো হয়
কিন্তূ ছোটোদের কী মান মর্যাদা বলে কিছুই নাই?
কেন এ সম্মান শুধু বড়দের
যখন ছোটরাও যোগ্য সম্মানের
সম্মান করা উচিত নয় মানুষের বয়স দেখে
উচিৎ তো করা সম্মান মানুষের অভিজ্ঞতা ও মানুষিকতা বিচার করে
বড়দের দেখে যেমন শেখে ছোটরা
ছোটোদের থেকেও বড়রা অনেক কিছু শিখতে পারে
কিন্তূ অস্বীকার করে তা তারা
1 নম্বর ছিল কম total এর থেকে
তবুও মনের শান্তি হলো না বড়দের
জিজ্ঞেস করলো কোথায় হারিয়ে গেল এই 1 নম্বর
কিন্তূ appreciate করলো না কখনো এটাই কী ছিলো তার প্রাপ্য?
ভেঙে দিলো তার আশা ভর্সা সব
হারিয়ে গেল সে কুয়াশাচ্ছন্ন অন্ধকার এ
একলা চলতে থাকলো এক জঙ্গল ঘেরা পথে
লজ্জা হোলো না বড়দের কিন্তূ
ভোগ করলো সব এই সদ্য জন্মানো কোমল শিশু
বড়রাই শেখায় positive ভাবো
কিন্তূ এদের জন্যই ছোটরা শিখল নিজেদের ঘেন্না করার মহা কারণ
শিক্ষিকারাও অপমান করলো তাকে
যে কথা শুনলনা তাদের
কম নম্বর পেয়েছ বলে দিলো এক চর কষিয়ে
বলল পড়াশুনা না করলে...
________________________________
সময় পেলে একটু ভেবো দেখো
________________________________
ছোটরা ভূল করলে বড়রা মেরে ধরে শিক্ষা দেয়
বড়রা ভূল করলে তাদের কী সঠিকটা শেখানো উচিৎ নয়?
ছোটোদের প্রতি অত্যাচার কেন বড়দের প্রতি নয়
মানুষ মাত্রই তো ভুল হয় সেটা বোঝার ক্ষমতা কী হারিয়ে ফেলেছে সবাই?
গুরুজনদের সম্মান করতে হয় সেটাই শেখানো হয়
কিন্তূ ছোটোদের কী মান মর্যাদা বলে কিছুই নাই?
কেন এ সম্মান শুধু বড়দের
যখন ছোটরাও যোগ্য সম্মানের
সম্মান করা উচিত নয় মানুষের বয়স দেখে
উচিৎ তো করা সম্মান মানুষের অভিজ্ঞতা ও মানুষিকতা বিচার করে
বড়দের দেখে যেমন শেখে ছোটরা
ছোটোদের থেকেও বড়রা অনেক কিছু শিখতে পারে
কিন্তূ অস্বীকার করে তা তারা
1 নম্বর ছিল কম total এর থেকে
তবুও মনের শান্তি হলো না বড়দের
জিজ্ঞেস করলো কোথায় হারিয়ে গেল এই 1 নম্বর
কিন্তূ appreciate করলো না কখনো এটাই কী ছিলো তার প্রাপ্য?
ভেঙে দিলো তার আশা ভর্সা সব
হারিয়ে গেল সে কুয়াশাচ্ছন্ন অন্ধকার এ
একলা চলতে থাকলো এক জঙ্গল ঘেরা পথে
লজ্জা হোলো না বড়দের কিন্তূ
ভোগ করলো সব এই সদ্য জন্মানো কোমল শিশু
বড়রাই শেখায় positive ভাবো
কিন্তূ এদের জন্যই ছোটরা শিখল নিজেদের ঘেন্না করার মহা কারণ
শিক্ষিকারাও অপমান করলো তাকে
যে কথা শুনলনা তাদের
কম নম্বর পেয়েছ বলে দিলো এক চর কষিয়ে
বলল পড়াশুনা না করলে...