...

11 views

একাকীত্ব
যখন ছিল না পাশে কেউ, ছিলাম নিরব নিভৃত।
তখন আমার কাছে ছিলো আমার এই একাকীত্ব।
আজ উদাসীনতা ও বিষণ্নতা আমার সঙ্গী;
আর তাই নিঃসঙ্গতা আমার চলার ভঙ্গি।
বাঁচবো একা মরবো একা এভাবেই শেষ হবে জীবন রেখা।
এতে আবার কিসের দুঃখ কিসের ব্যথা।ধন-সম্পদ আর সম্পর্কের মেলা;
সব কিছুই যে মোহের খেলা।
যাকেই আঁকড়ে ধরে এ জগতে বাঁচতে চেয়েছি,
জীবনের কোনো না কোনো মোড়ে তাকেই হারিয়ে ফেলেছি;
তাই সুখ-শান্তি বিশ্বাস আর ভালোবাসা।সব কিছুই যেন এ জগতে শুধু আকাশ কুসুমের আশা।
© Bai23