...

1 views

-:Nirmal music poetry-190:-🙏🙏🙏
-:নির্মল সঙ্গীত কাব্য-১৯০:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
দুঃখ যদি দেবে আমায়
দুঃখ দিও প্রানে
দুঃখ দিও সুরে-সুরে
দুঃখ দিও গানে।।
দুঃখ আসুক দেহে আমার
দুঃখ আসুক মনে,
দুঃখ আসুক জাগরনে
শয়নে-স্বপনে,
দুঃখের মাঝে সুখের ভুবন
করব প্রানে আপনি সৃজন
লব তারে বরন করে
হৃদয়-গহনে।।
দুঃখ যবে হবে সারা-
সাঁঝ আকাশে উঠবে যবে
সন্ধ্যা-তারা।
সুখের কুসুম ফুঁটিয়ে আপন
হৃদয়-কুসুম-বনে,
সাধব আমি বাঁধব আমি
মিলব তোমার সনে,
তোমারই ধন তোমারই মন
লও তাহারে লও হে রাজন
ডালায় সাজি দেবো আজি
তোমার চরণে।।
-:Nirmal music poetry-190:-
Goutam Parua "Nirmal". 🙏🙏🙏
If you give me grief
Give grief to the soul
Give grief in tune
Give sorrow to the song.
Let sorrow come to my body
Let sadness come to mind,
Sadness comes in the wake
In sleep and in dreams,
A world of happiness
in the midst of sorrow
Creat my own heart
Get takes the sorrow
In Deep heart.
When Sadness will be end-
When evening star will rise
In the evening sky.
The yolk of happiness blossom
In my own heart-yolk forest,
I will Saint I will tie
I will meet you
Your wealth your mind
Take it, O king
I will decorate the container
and give today
At your feet.


© Nirmal1981