...

4 views

অবোধ বালক
অবোধ বালক
ওরে অবোধ বালক
এক খন্ড বস্ত্রের লাগি
এমন ভাবনা কেমনে তুমি ভাবো।
অভাবির ঘরে জন্মমেছো তুমি
বে মানান বাবু আনা।
সব জানি তবু করিছো তুমি
মিথ্যে আশা খানা।
দিন অন্তে মোদের জোটেনা অন্ন
দু বেলা পেট ভরিবার মতো।
কচি দুটি শিশু থাকে অনা হারে
জোটেনা অন্ন কিছু।
সব জানি তবু এমন ভাবনা কেমনে তুমি ভাবো।
এই নির্মম কাজ করিবার আগে
মনে কি পড়েনি পিতার স্নেহ?
ঐ এক খন্ড বস্ত্র তব কাছে দামি হল আজ
আনাহারে থাকা ভ্রাতা ভগিনী আর
মায়ের মমতার চেও?
বুঝেছি আমি তোমার কাছে দামি
ঐ খন্ডিত বস্ত্র খানা।
তাই বস্ত্রের লাগি আপন হস্তে লিখিছো তুমি নিজ মৃত্যুর পর আনা।
© jayentimondal