...

23 views

শেষ লেখা
নিভু নিভু আগুন
আর শেষ প্রায় সলতে
একটা প্রদীপ তবু
চেয়েছিলো কিছু বলতে

কিন্তু আগলে রাখেনি কেউ
দুহাত এর মাঝে
তাই কাঁপা কাঁপা শিখায়
সে ভয়ে ভয়ে বাঁচে

একদিন দমকা হাওয়া
কেড়ে নিলো শেষ আলো
এবার তুমি
অন্য প্রদীপ জ্বালো...


তবু যতই প্রদীপ
জ্বালাও যত্ন করে
আগুন ধোঁয়া হবে
প্রবল বৃষ্টি-ঝড়ে

তাই স্বপ্ন দুচোখে নিয়ে
নতুন রবির
শুধুই ব্যর্থ আঁচড় কাটা
ক্লান্ত কবির

শেষ আশাটুকু জড়ো করে
ভাষাটুকু লিখে
ভাসিয়ে দিলো সে
কোন অজানা দিকে...


আজ সেই রাত গেছে
নেই সেই ঝড়-ও
তার সাথে কতকিছুই
অতীতে জড়ো

কবির সে লেখা আজ
জানি কোন বাঁকে
কেবল একটি শ্রোতার আশে
অবিরাম ডাকে

সাড়া সে পায়নি আজও,
কেউ দেখেনি আর ফিরে
মেতে আছে তারা
নতুন কবিদের ঘিরে

প্রদীপের সেই শেষ আলো,
কবির শেষ সেই লেখা
কেউ যদি দেখতো
তবে কি শেষ হতো এরা?

© Avik Ghosh