...

10 views

তুমি
//তুমি//

সবার জীবন একটা করে আলো থাকুক
সবার জীবন একটা করে তুমি থাকুক
আদরভেজা চোখের জলে ভিজতে থাকুক
মন উঠোনের ক্যানভাসে রঙ লাগতে থাকুক
একলা বিকেল মেট্রো চ্যানেল তুমি থাকুক
ফেরারী মন বাঁধব কেমন ভরসা থাকুক
নিঃশব্দতায় কান্না মোছার তুমি থাকুক
হাত বাড়ালেই বন্ধুবৃত্তে স্বপ্ন দেখুক
রুক্ষ জীবন দুঃখদিনেও পরশ রাখুক
আলোর মাঝে আঁধার হলে হাতটি ধরুক
দু’জন মিলে পবিত্রতার গ্ৰন্থ লিখুক
আলস্যে তার নিঃসঙ্গ ঢেউ সাঁতার কাটুক

সবার যেন একটা জীবন তুমি থাকুক
রোদের হাসিমুখটি নিয়েই জীবন কাটুক।

©কৌস্তভ মণ্ডল

31 January 2024
2-38 pm.
Wednesday

NB : প্রথম দুটি লাইন মধ্যাহ্নভোজনের সময় লেখা। তার কিছু পরেই লেখা হয় বাকিটিও।