...

11 views

একত্রিশ বছর পর



কতজন ভুলে গেছে
শুধু তুমিই মনে রেখেছো আমায় ।
কুড়িরা সব ফুল হয়ে গেছে ঝরে,
শিশুরা বুড়ো হয়ে গেছে মরে।
আমি আছি এখনো আপন মহিমায়,
তোমার প্রশস্ত চেতনায়-
বেদনায়।

আমি তো দেখেছি
তোমার শৈশবের দিন,
হাফপ্যান্ট পড়ে ঘুরোঘুরি
লাগামহীন,
প্রথম আমছিপাড়ায় ছবক,
পড়ার ছলে লুকোচুরি খেলা।
ল্যাংটা ফরিঙের পিছনে ছুটা,
দন্ড কলসের মধু আর
ময়নার ছানা খোঁজা সারা বেলা।

কচি মুখ সোনা হাসি,
ময়নার পালকের মতো
উড়ো চুল তুল তুল,
জোলার কেচ্ছা শুনে
চাঁদের আলোয়-
হেসে লুটোপুটি খাওয়া,
মন বাউড়ি বাতাস,
যখন যে দিকে খুসি
চলে যাওয়া।

কত কাল যেন হলো
সেই দিন চলে গেলো
এখন তোমার মুখের দিকে চাই,
সব পুড়ে ছাই,
নাই নাই যেন আর -
আগের কিছুই তোমাতে নাই।

সব শূন্য ভিটেমাটি
তবু একত্রিশ বছর পরে
রং ফিকে হয়ে ঘরে
আমার ছবিটি আজো
রয়ে গেল কি করে।।










© Akbar husen2