...

13 views

মায়ের স্মৃতি
মাগো ,জন্ম পরে প্রথম দৃষ্টি তোমায় দেখেছি তখন থেকেই তোমার ছবি হৃদয়ে এঁকেছি। ভালবাসার প্রথম ছোঁয়া তোমার কাছে পেলাম তোমায় কোথাও না দেখলে ছুটে সেথায় যেতাম। ছোট থেকে তোমার কোলে যত্নে রেখেছো_ আমার যত পায় না সবই পূরণ করেছ। আমি যখন কষ্ট পেলে কেঁদে ফেলতাম
আঁচল দিয়ে চোখের পানি তুমি তো মুছে দিতে। এখন কেন একলা ঘরে রেখে গেলে আমায় একা এই বুঝি মা তোমার আমি পাবো না আর দেখা। বুক ফেটে মা কান্না ডাকে কাকে বলবো কথা টুকু বারবার মনে হয় মা তোমার স্মৃতি টুকু।