ফিরে এসো
সে মানুষ কোথায় যার জন্য আমি
সে কোথায় যার কাছে আমি দামী।
সে মানুষ কোথায় যার জন্য এই মন,
যার জন্য আমি চোখ জুড়ে শুধু স্বপ্ন।
সে মানুষ কোথায় যার জন্য এই জীবন
সে কোথায়...
সে কোথায় যার কাছে আমি দামী।
সে মানুষ কোথায় যার জন্য এই মন,
যার জন্য আমি চোখ জুড়ে শুধু স্বপ্ন।
সে মানুষ কোথায় যার জন্য এই জীবন
সে কোথায়...