...

1 views

ধূসর
সাদাকালোর চক্রব্যুহ বোঝো যদি,
ধূসরের মাহাত্ম্যটা বোধ হয়;
বৃষ্টিতে বহু প্রাণের জন্ম ঠিকই,
মেঘের মৃত্যু এত ভয়ানক হয়?

ঝড়ের সাথে নিরস্ত্র শিখার লড়াই,
ডালের 'পরে চিন্তামুক্ত চড়াই;
যাদের আঁচে তোমার প্রদীপ জ্বলে,
তাদের অন্তরেও দাবানলের খেলা চলে।

আয়নার কাচ বুঝি ঝাপসা হয়েছে,
তাই তো টেনে চলেছ অভিযোগের সারণি;...