...

3 views

অবশিস্ট স্মৃতিটুকু
যেটুকু স্মৃতি আছে, বেঁচে তোমার ,
সেতো করে নয় মুছে যাবার।
ছেড়ে না সে কখনো আমায় থেকে যায় সে
গোপনে মনের কোণে দীর্ঘশ্বাসে
যাওয়া সোজা  ছিলো তোমার।
কিন্তু একা থাকা যে কঠীন আমার।
রোজ সঙ্গে থাকা কঠিন দু-এক পশলা বৃষ্টি...