...

7 views

অচিন অভিযাত্রীর কাব্যগাথা
---অচিন অভিযাত্রীর কাব্যগাঁথা---
কলমে-রশ্মিতা দাস

শীতের চাদর ঢাকল শহর,নিঝঝুম ঘুম ঘুম,
মায়াবী এই জ্যোৎস্না রাতে ব্যাথায় ওঠে ধুম।
জ্বালাময়ী চাতক ধ্বনি অন্তরীক্ষে জাগে,
তোমার অক্ষিসুধায় হারায় অনন্ত সোহাগে।
হিমেল হাওয়ায় লাগে দাবানল আমার মনের ঘরে,
ঘুমপরীরা ফিরে গেছে।তৃষ্ণা অক্ষিনীড়ে...
গভীর...