...

7 views

অচিন অভিযাত্রীর কাব্যগাথা
---অচিন অভিযাত্রীর কাব্যগাঁথা---
কলমে-রশ্মিতা দাস

শীতের চাদর ঢাকল শহর,নিঝঝুম ঘুম ঘুম,
মায়াবী এই জ্যোৎস্না রাতে ব্যাথায় ওঠে ধুম।
জ্বালাময়ী চাতক ধ্বনি অন্তরীক্ষে জাগে,
তোমার অক্ষিসুধায় হারায় অনন্ত সোহাগে।
হিমেল হাওয়ায় লাগে দাবানল আমার মনের ঘরে,
ঘুমপরীরা ফিরে গেছে।তৃষ্ণা অক্ষিনীড়ে...
গভীর দহন,নিদ্রামগন কুহেলী আচ্ছন্ন
পৃথিবী ফুঁড়ে ফিনিক্স ওড়ে...উন্মাদিনী...বন্য...
জানে না সে নিয়ম বিধি,মানে না আকাশ মাটি,
ইচ্ছাফেরীর নৌকাঘাটে শক্ত করি খুঁটি।
পাল তুলে দিই যেথায় আছে অতল কেশের স্পর্শ,
বিরহ জ্বালা ভস্ম যেথা,মৃতবৎ...বিমর্ষ...
পাল তুলে দিই তোমার আঁখির প্রশান্ত মনিকোঠায়
বুক পেতে দিই পুড়ব বলে...অশনি তুফান ওঠায়।
আমার কোমল পালকগুলি সুঠাম বাসার খোঁজে
এক সমুদ্র পদ্য ঝরায় তপ্ত গহিন লাজে...
শীতের কাঁথা জড়িয়ে শহর মগ্ন অঘোর ঘুমে,
হৃদয় বোহেমিয়ান পতগ,অনন্ত পথ চুমে।