...

1 views

সপ্নের রাজ্য
আমারও
একটি রাজ্য আছে ,
একটি বড় প্রাসাদ
সৈন্য কতক মন্ত্রী ও আছে
প্রজারা তারই সাথ
রান্না করার রাঁধুনি আছে
বাতাস করার দাসী
টেবেল ভর্তি খাবার আছে
পোলাও , কোরমা , খাসি ।
সভা আছে ,সিংহাসন আছে
আছে রাজ দরবার
শাসন আছে , আদরও আছে
ভালো–মন্দ সবার।
সবই আছে একই সাথে
স্বপ্নে ,
যখন ঘুমায় রাতে।