পাখিও পরিবেশের উপকরণ
*পাখিও পরিবেশের উপকরণ*
পাখিরা সব ঘর বেঁধেছে
গাছের ডালে ডালে,
ছোট্ট হলেও নিজেরই গড়া
হাওয়ায় সে ঘর দোলে ।
তোমরা তাদের সেসব ঘর
নিচ্ছো কেন কেড়ে ?
এবার না হয় ভাবতে শেখো
স্বার্থপরতা ছেড়ে।
না লাগিয়েই কাটছো গাছ
ভাঙছো ওদের সুখের নীড়,
তোমরা শুধুই স্বার্থ বোঝো
কমছে তাই পাখীর ভীড় ।
খাবার খুঁজতে যাচ্ছে যখন
সবুজ ক্ষেতের মাঠে,
বিষের জ্বালায় ছটফটিয়ে
বুক যে তাদের ফাটে।
কোনো একদিন বসছে হয়তো
তোমার বাড়ির প্রাচীরে ,
যাচ্ছো ভুলে ওদেরও প্রাণ আছে তো
মারছো তোমরা ঢিল ছুঁড়ে।
তাদের ডাকেই হয় যে সকাল
কিচিরমিচির সেই ডাক,
তোমার...
পাখিরা সব ঘর বেঁধেছে
গাছের ডালে ডালে,
ছোট্ট হলেও নিজেরই গড়া
হাওয়ায় সে ঘর দোলে ।
তোমরা তাদের সেসব ঘর
নিচ্ছো কেন কেড়ে ?
এবার না হয় ভাবতে শেখো
স্বার্থপরতা ছেড়ে।
না লাগিয়েই কাটছো গাছ
ভাঙছো ওদের সুখের নীড়,
তোমরা শুধুই স্বার্থ বোঝো
কমছে তাই পাখীর ভীড় ।
খাবার খুঁজতে যাচ্ছে যখন
সবুজ ক্ষেতের মাঠে,
বিষের জ্বালায় ছটফটিয়ে
বুক যে তাদের ফাটে।
কোনো একদিন বসছে হয়তো
তোমার বাড়ির প্রাচীরে ,
যাচ্ছো ভুলে ওদেরও প্রাণ আছে তো
মারছো তোমরা ঢিল ছুঁড়ে।
তাদের ডাকেই হয় যে সকাল
কিচিরমিচির সেই ডাক,
তোমার...