...

5 views

ঘুম
দুটো চোখ শান্তি চায়,
মস্তিষ্কের যুক্তিবাদী আগ্রাসন চায় একটু স্থিরতা,
রাতের স্তব্ধ শহরের বুকে মাথা রেখে ,
ছুঁতে চায় একটু নিরবতা।
মিশে থাকতে চায় মহাজাগতিক সুরে।
ঘুম আসে, এক গভীর ঘুম।

ক্লান্ত হৃদয় কামনা করে ক্ষণিকের স্মৃতিলোপ।
নব জন্মের অবগাহনে লালিত আত্মা
এবার বিশ্রাম চায়
ঘুম আসে, গভীর ঘুম।

মাঘের শীত লাগে আমার শরীরে।
জানালার শার্সিতে ক্রমাগত শব্দ করে সে।
তার প্রতিটি ক্ষমাহীন শব্দে রচিত হয়,
অপূর্ব এক বিদায় গাথা।
সেখানে কোনো দুঃখ নেই,অভিযোগ নেই,
অভিমান নেই,
নেই কোনো পিছুটান অথবা পরাধিনতা।
রয়েছে শুধুই সিদ্ধান্তের এক দৃঢ় পরিকাঠামো।
কালো অন্ধকারের মতো ঘুম আসে
যুক্তি-বোধের সমাবেশে..