...

7 views

সমর্পণ
সমরপন
তুমি রাখবে কিনা মারবে মাগো
এ ভাবনা যে শুধু তোমার ।
যা হয় বিধান কর হে তুমি
আমি যে বোঝা সবার।
মোর জীবন সূর্য অস্তা গিয়াছে
আঁধার ঘুনিয়াছে আজি
মৃত্যু ডাকিছে দু হাত বাড়ায়ে
আয় রে অভাগী।
মন্দ কপাল নিয়ে যখন জনমালি
মার কোলে।
তখন মন্দ সবি মিলবে রে তোর
দুর ভাগ্যের ফলে।
তবে কিসের আশায় আছিস পড়ে ?
এ ধরণী তলে।
বুঝবে না কেউ দুঃখ রে তোর
মুছবে না চোখের জল
সবাই নিজ স্বার্থে হানবে আঘাত
তোরে করবে রে দুরবল।
© jayentimondal