...

5 views

শৈশবে হারিয়েছে
শৈশবে হারিয়েছে
নির্ভয়

সেই দিন গুলো
হারিয়েছে শৈশবের সাথে।
সে সব ফিরে পাব না
আর কোন দিন দু হাতে।

হাতে হাত রেখে ছিল
ভাই বোন ছুটাছুটি।
মিছিমিছি খেলা হত
ভাই বোনের চড়ুইভাতি।

আরো ছিল কত কি
চোর পুলিশ লুকোচুরি খেলা।
আম তলায় কেটে যেত
মহানন্দে সারা দুপুর বেলা।

সেই দিন গুলো
হারিয়েছে শৈশবের সাথে।
স্মৃতি হয়ে রয়ে গেছে
স্মৃতির মানস পটে।
*************


#writco
#নির্ভয়
#WritcoQuote
#childhood