...

4 views

বাগধারা
অমাবস্যার চাঁদ হয়ে গেছো
দেখা পাওয়া যেন ভার,
আষাঢ়ে গল্প শুনিয়ে কেন যে
ফিরে আসলে না আর?
কেতাদুরস্ত হয়ে গেছো আজ
খয়ের খাঁ দের দলে,
ছিলে একদিন গোবর গণেশ
সে কথা গেলে কি ভুলে?
ডুমুরের ফুল হয়ে গেছি আমি
কারো সাথে দেখা নাই,
তোমার কল্পনায় হয়ে গেছি আজ
তালপাতারসেপাই।
পুকুর চুরি ধামাচাপা দিলে
ফফরদালালি করে,
গা'ঢাকা দেয়া বিড়াল তপস্যি
ক'জন চিনতে পারে?
আঙুল ফুলে কলাগাছ হলে
প্রেম হলো বালিবাঁধ,
শাঁখের করাতে ফেলবে আমায়
মনে ছিল এই সাধ?
উলুবন মাঝে মুক্তা ছড়িয়ে
অরণ্যে রোদন করি,
কৈ মাছের প্রাণ দিল কেন প্রভূ
পটল তুলতে না'রি।
© আনোয়ার হোসেন জীবন