...

4 views

বাগধারা
অমাবস্যার চাঁদ হয়ে গেছো
দেখা পাওয়া যেন ভার,
আষাঢ়ে গল্প শুনিয়ে কেন যে
ফিরে আসলে না আর?
কেতাদুরস্ত হয়ে গেছো আজ
খয়ের খাঁ দের দলে,
ছিলে একদিন গোবর গণেশ
সে কথা গেলে কি ভুলে?
ডুমুরের ফুল হয়ে গেছি আমি
কারো সাথে দেখা...