...

2 views

খুঁজো না আমায়

মন খারাপ এর দেশ
তোমাদের পাশে পাওয়ার রেশ
অজান্তেই সাজিয়েছি স্বপ্নের বিরাট দেশ
হারিয়ে যাবো এবার
নিজেকে খুজবো বারম্বার
মিশে যাবো ধুলোয়
খুঁজো না আমায় সেই
রক্ত মাখা তুলোয়
থাকবো আমি আমার শব্দে
আমার দেখা সব সপ্নে
তোমার নিজের নেয়া যত্নে
আমিও ভালোবেসেছি
পড়ন্ত রোদে খালি পায়ে অনেকটা পথ হেঁটেছি
নিজেকে বাদ্দিয়ে সব কিছু দেখেছি
অবহেলায় নিজের শেষ নিশ্বাস বেঁধেছি
করেছি দরজা বন্ধ
দিয়েছি খিল
হয়েছি অন্ধ
এও এক প্রকারের দ্বন্দ্ব

খুঁজো না আমায়
এই দেহে
থাকবোনা আমি আমার সপ্নের মৃত্যু সমারোহে
কবেই হারিয়েছি নিজেকে
সব তোমাদের জন্যে রেখে

সব পেয়েছি আমি
সেগুলো যে বড্ড বেশি দামি
মেটাতে পারবে না যে ঋন
হারিয়ে চি নিজেকে কবেই
হয়েছে অনেকদিন
© infiniment votre