...

6 views

ভালো থেকো
যত দূরে গিয়েছিলে তুমি –
হংসিনী, দাওনি যে কোনো পূর্বাভাস তুমি !
লাখো লাখো জোয়ারের ফেনা তীরে আসিয়াছে,
তাহারাও উপচে পড়েছে অধঃক্ষেপের মতন
নব নব দীর্ঘশ্বাসের উষ্ণ পদক্ষেপে ;
জানো কেন? কেন জানিবেই বা বলো !
কাহারে যে পাইয়াছ শুনি !
ভালো থেকো, আর কিছু চাহিনা এ আমি।

আজো চোখে পড়ে ঘুঘুদের ক্লান্ত হৃদয়,
রৌদ্র শীতল হয়ে পড়ে মোরগের ঝুঁটিটির 'পর,
কলসের সারি বহুকাল পায় নাকো জলের চুম্বন;
তুমি তো অতিথি ছিলে, বলো!
তবে ওরা শিশু মনে অবুঝ হ'য়ে ছিল,
সরল বসন্ত যেন ওদের ঘিরেছিল দোলনায়।
তুমি যে ওদের তরে মায়ের সমান,
এ স্নেহ কি অন্য সকল স্নেহ হতে ঘোরতর নয়?
তবু গেলে: কেন তাহা জানিতে কি পারি?
জানি বলিবে না, তবে সুধাবো পুনরায় –
যতদিন না প্রশ্নের পর নিশ্চিহ্ন হতে হয়!
কীসের অভাব ছিল তোমার হৃদয়ে?
হাজার মনের ভাষা বিহ্বল করেনি তোমায়?
ভেবেছিলে তুমি ওরা প্রাণহীন,
চলে গিয়েছিলে তাই – অসহায়, অনন্বয়ে।
ভালো আছো মনে হয়; চলিতে ফিরিতে
দেখিয়াছি আমি : কাহাদের তরে, পৃথিবীর কণ্ঠে
তুমি আজো আগেকার – অম্লান - উজ্জ্বল,
কোনো এক নারিকেল চরটির তীরে আসা
ঝিনুকের মতো – স্মৃতির খোলসে বসে অনর্গল;
ভালো থেকো, মহাকাশ হয়ে বেঁচে থাকো চিরকাল –
তুমি, ও তোমার আজীবনের অনন্য আশ্রয়।


© soumik299