...

14 views

তবুও তুমি দেশপ্রেমিক!
অবাক লাগে তবুও তুমি দেশপ্রেমিক!
তুমি কি পারবে সীমান্তে যেতে?
জীবনের মায়া ত্যাগ করে,
দেশের জন্য লড়তে?
সংসারের মায়াজালে বন্দি তুমি!
বাঁচার তীব্র লিপ্সা তোমাকে দেয় পিছুটান!
মায়ার টানে তাই প্রতিপদে পিছু লও,
তুমি সীমান্তে লড়তে পারবে না।
তুমি দেশের জনগণ কিন্তু সেনা নও!


অবাক লাগে তবুও তুমি দেশপ্রেমিক!
দেশভক্তি তোমার শিরায় শিরায়,
শহীদের শোকসভায় যে শুধু অশ্রু ঝড়ায়!
গাইতে থাকে প্রশংসার মিষ্ট গীতিকথা।
আর শহীদের বীরত্বের শত জয়গাঁথা।
যেন জ্বলে ওঠে তোমার দু'টো আঁখি,
প্রতিশোধের তীব্র লেলিহান শিখায়!

...