...

4 views

মনে করা আর মেনে নেওয়া
মনে করা আর মেনে নেওয়ার মধ্যে অনেক বড় ফারাক ।
একটা ছাত্র বললো , কীভাবে ? একটা উদাহরণ দিয়ে শোনা যাক ।
অঙ্কের ক্লাস চলছিল , বললাম , তাহলে অঙ্ক দিয়েই বিষয়টা শোন ।
একটা অঙ্ক দিলো - মনে করো , তোমার বাবার বয়স তোমার তিনগুন ।
তোমার বয়স বারো বছর হলে , বাবার বয়স কত ? সে বললো তিন বারোং ছত্রিশ
আমি বললাম , অঙ্কে সেটা , বাস্তবেও কি সেম ?এখানে সবার বাবার বয়স কি ছত্রিশ ?
সে হেসে বললো , না তো । কী করে সম্ভব এটা ? আমিও তো ওটাই বললাম , মনে করা আর
মেনে নেওয়া সমান জিনিস নয় । যদি বলতো , তোমার আর তোমার...