...

17 views

দুর্বোধ্য
দুর্বোধ্য

অনেক সময় গেছে বৈশাখে
এখন #আষাঢ়ের ঘন মেঘ
আমকুড়ানোর দিন-
তোমাকে মনে পড়ে ছিল তবে
সহজেই গেছে মুখর ঝরের দিন
এখন যেতে চায়না সময়।

পুরনো শব্দেরা কাকলি হতে চায়
সময়কে এখন না মেনে তবু চলে
শুধু জননীর শোকনো হাসি
আর জনকের ঠকঠক লাঠির শব্দ
আমাকে কাঁদায়।

লাইনের পর লাইন শুভ্রতার বুকে
খলংকের মতো আকিঁবুকি
পৃথিবীর পুরনো সময় থেকে মানুষ
এসব কে কবিতা বলে
বুড়ো ঈগল বলেছে সে দিন
তাল কাটা চরনে কিভাবে
আরেকটা খলংক দিতে হয় টেনে।

সময়ের চাইতে পুরনো কেউ
শ্যাওলা পড়া পাহাড়ের মতো
সৃষ্টির বুক ছিঁড়ে অক্ষয়
শব্দেরা আছে যত দিন থেকে
মহাকাল শুভ্রতার বুকে
খলংকের দাগ সে টানে।

ভুল অবশ্যই নয়
অপ্রতিরোধ্য ক্ষমতা
তাই অসংগতি পূর্ণ চরনে
কবিতা হয়ে ওঠে দুর্বোধ্য ইন্দ্রজাল।।

© Akbar husen2