...

1 views

নির্মম প্রথা
নির্মম প্রথা
রচিয়াছো তুমি এ সুন্দর পৃথিবী
মানব জাতি, পশু পাখি, আর বৃক্ষাদি।
সেহেতু মাতা তুমি সবা কার,
তব ইশারাতে চলে এই জগৎ সংসার।
তবু কেন মাতা?
তব সৃজিত মানবের দল
এতো নির্মম এতো নির্দয়?
জঠরের জ্বালা মেটাতে তারা
আমাদের করে ভোক্ষন।
পুরিলে বাসনা তব পদ তলে
আমাদের করে নিবেদন।
কেন মাতা, মোরা পশু বলি
এতো তুচ্ছ মোদের জীবন?
মনুষ্য কুল করিছে ভুল
নিজ লালসার বসে।
সে ভুল তুমি সহিছো কেমনে
নির্বাক চোখে চেয়ে ।
যখন মোদের রক্তে, রাঙা হয়ে যায়
তব দেবালয় প্রাঙ্গন,
নিঠুর মানব মম খন্ডিত মস্তক
তব পদ তলে করে নিবেদন।
তাহা দেখি সহসা কেন কাঁপিয়া
ওঠেনা তব অন্তর।
যন্ত্রনায় চৌচীর হয় না কেন তব বুক?
মোদের আত্ননাদে মাতৃত্ব তব
কেন করে না হাহাকার ?
এ মানব নিজ স্বার্থে
রচিয়াছে এ কুসংস্কার।
মোদের দিয়া বলি তব সন্মুখে
ঘুচাবে কালিমা নিজ অন্তর হতে।
এ হেন কুসংস্কার আজ ও রয়েছে
ওদের হৃদয় মাঝে।
এ মনুষ্য গন সারাটা জনম
করে যাবে অপরাধ
মাতা হয়ে যদি না কর এবে
এ অন্যায়ের প্রতিকার
ঘৃনিত কর্মের মোছাতে কালিমা
তব হাড়ি কাঠে বলি হতে হবে
মোদের যুগ যুগান্তর।
© jayentimondal