...

6 views

কোথায় লেখা আছে
এমন কেন আবদার হবে
ভালোবাসলে তবেই
ভালোবাসা পেতে হবে,
ইতিহাসে তাজমহলের শ্বেতপাথরে
এমন কথা কোথায় লেখা আছে।

থাক না, যদি সেটা পাওনা থাকে,
যখন হৃদয় একা হবে,
চেয়ে নেবে
যা কিছু পাওয়ার ছিল,
না পেলে বুঝে নেবে
সেটা কি কখনো তোমার ছিল,
এমন কথা কোথায় লেখা আছে।

তারে রেখো গানে গানে কবিতায় ,
মনের মানুষ করে প্রতিটি রচনায়
যদি পেতে চাও প্রতিদান ভালোবাসায়,
এমন কথা কোথায় লেখা আছে।
© Debabrata Deb