...

10 views

বৃষ্টি
সকালের আমেজে ভরে ওঠা দিন,
মেঘলা আকাশে গেলো ছেয়ে
মনে হয়েছিল বৃষ্টি হবে
প্রতীক্ষায় বসে ছিলাম
তার পথ চেয়ে।

আমি প্রকৃতি ভালোবাসি
প্রকৃতির অভায় ডুবে যেতে চাই।
বৃষ্টি ভেজা মাটির গন্ধ
আমার মন সাতায়।

বিদ্যুৎ এর ঝলকানি
যেনো আতসবাজির খেলা,
তারই মাঝে আমার মন
আজ আনন্দে ভরা।

প্রত্যেক ফোঁটায় আছে যেনো
কোনো মায়াবী খেলা ,
রৌদ্র এর কীরণে সৃষ্টি হয়
সাত রঙা আভা।

বৃষ্টি যেনো ভগবানের
অমৃত কোনো দান,
যাকে ছাড়া পৃথিবীতে
বাঁচবেনা কোনো প্রাণ।


© joyeeta