...

5 views

সংগ্রামী মায়েদের আহার নিদ্রা


"মায়েরা ঘরের কোণে করতেন  আহার
       শেষ হলে পরে সবার খাবার
       

সকাল বেলায় রুটি তরকারি,
          কখনও আবার মনের সুখে খেতেন বাসি খাবার।"
        দুপুর বেলা কোনদিন বড় মাছের মাথা,কোনদিন মুরগির ঠ্যাং,হাসি মুখে তুলে দিতেন,

          বড় ছেলে ও জামাইদের পাতে,ঘরে ছিলো না লাল নীল বাতি, 
        হারিকেন আর কুপি জালিয়ে
          রান্না বান্নার এক ফাঁকে
  ছেলে মেয়েদের পড়ালেখা শেখাতেন।

           তারা যেমন ছিলেন পাকা রাঁধুনি তেমনি দিন শেষে তেল দিয়ে যত্ন করে বাধতেন চুলের বেণি।
   তারা জানতেন সব ধরনের সেলাই আর হাতের কাজ,

      ঈদের আগে রাত জেগে বানাতেন
সুন্দর ডিজাইন এর পোশাক,
    ঈদের দিনে সন্তানদের দেখলে খুশি,

তাদের মুখে ফুটত ঈদের চাঁদের মত হাসি।
" তাদের আত্মা শান্তি পাক

      যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন,রেখে গেছেন একটু হলেও অবদান।
     ভালো থেকো তোমরা, স্নেহের সংগ্রামী  দাদী,নানী ও মায়েরা।"....


© সাদিয়া তাবাসসুম