...

1 views

কবিতা : নিট পরীক্ষায় নীটফল।
কবিতা : নিট পরীক্ষায় নীটফল।

নিট পরীক্ষায় নীটফল
কেবল ধকল, কেবল ধকল,
পরীক্ষার টাকা গেল জল
ট্রেন বাস ভাড়া
তা ও যে গেল জলে অতল,
রোদ গরমে শরীর বিকল
মায়ের শরীর দুশ্চিন্তায় অচল
আবার যদি গয়না বেচে
আমার মায়ের শেষ সম্বল
পুনপরীক্ষায় হ‌ই বিফল
আমাদের কে দেখবে বল্ ?
তাইতো আমি গ্ৰামের ছেলে
বসব না আর হতে সফল
এর চেয়ে তো দেখছি ভাল
সা রে গা মা র অডিশন
কিংবা ক্ষেতে বহা লাঙল।
তবে ভেবে দেখি নিয়ে এসব
কাগুজে বাঘ কোথায় সেসব
হাঁক ডাক যাদের অত
ইডি, সিবিআই র এর মত
গোয়েন্দা দল, কি এখন মৃত?
তাই যদি হয় , বাবুরা সব সরকারি
মাইনে নিয়ে কাঁড়ি কাঁড়ি
বাগিয়ে নিয়ে আপন ভুঁড়ি
ঘুমিয়ে গেছে নকল ঘুমে
না কি সত্যিই ভীষণ ভীত?
না কি জড়িয়ে লতায় অসততার
যার পরিণামে কলুষ যত
উঁচু মাথায় ঘুরছে এত ,
তা না হলে যায়না কাজে
তারা কি আর ?
তাই বুঝি সব ভূলে গেছে
গোয়েন্দাগিরি?
তবে নিটের আগে তাদেরি তো
ট্রেনিং দেওয়া
খুব দরকারি।।
**KRN**
21.03.2024.T
Writco: 22.06.2024.
© Don't KR