...

3 views

মেঘদূত
---মেঘদূত---

ভৈরবে আজি ভর করে মেঘে
এল কালবৈশাখী,
গর্জিয়া ওঠে ঘনঘোর রোষে
আমি ঠায় চেয়ে থাকি...
পরাগে পরাগে রাঙিল যে হিয়া
রামধনু বুকে কাঁদিয়া,
পাখির কূজনে,দূর্বা-পুষ্পে
সোহাগ দেয় যে বাঁধিয়া...
নব হিল্লোলে জাগে যে ধরনী
"আছাড়ি-বিছাড়ি" আকুতি,
প্রাণ যেন পায় বৃক্ষ শাখায়
"নৃত্য" আঁকে যে প্রভাতী...
কাশবন জাগে,জাগে যে আকাশ
জাগে মেঘ-তারা যত,
ঘনঘটা ঢাকে,ছায় যে আঁধার,
আঁকি তাতে ব্যাথা যত...
আঁধার এই কালো,আনবেই আলো
জ্বালবেই তাঁর বুকে,
এঁকেছিনু যত স্বপন-সোহাগ
ভাসায়ে স্বর্গসুখে........

কলমে-রশ্মিতা দাস