...

3 views

কোন মাসে কত দিন
কোন মাসে কত দিন
আনোয়ার হোসেন জীবন
৩০/০৪/১৯৯৪

বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ
এবং ভাদ্র মাস,
একত্রিশ দিনে গুনে
প্রকাশিও ভাষ।
বাকী সব মাসগুলি
হয় ত্রিশ দিনে,
একত্রিশে চৈত্র দিও
অধিবর্ষ চিনে।
সালসংখ্যা চার ভাগে
যদি মিলে যায়,
সেই সাল অধিবর্ষ
চিনেন সবায়।
যদি কোন সালের শেষে
দুই শুন্য থাকে,
চারশ' দিয়ে ভাগ তবে
দিতে হবে তাকে।
© Anwar Hossain Jeebon