...

11 views

মুক্ত স্বর লিপি
তুমি আবার গান গেয়ে যেয়ো
বালচ নদীটির বাঁকে।
তোমার গান যেন আবার-
আমার
সারাটি দুপুর উন্মন করে রাখে।

তুমি আবার বাঁশি বাজিয়ো-
হিজলের বনে
রোদ জ্বলা ক্ষনে
ক্লান্ত দেহে গরু চরানোর ফাঁকে।

তুমি গান গেয়ো মেঠো পথে-
ভয়াল রাতে,
নদী পার হতে হতে,
ঝড়ো হাওয়ার সাথে,
তোমার গান যেন শুনি
হৃদয় নিংড়ানো বেদনাতে।

এখন আর নেই বেদনা,
নেই অরিজিনাল গান।
মানুষের আছে প্রাণ,
আছে গান, মিউজিশিয়ান-
তবু তাল কাটা সব সুর
স্বার্থ সুবিধার অনুসন্ধান।

আমি কতকাল ব্যাপি
খুঁজে বেড়াই মুক্ত স্বরলিপি
প্যাকেট জাত সুর -
আর ধরে নাকো মনে,
সুর তাল হীন-
এই ব্যস্ত জনস্রোত
কোথায় চলেছে কে জানে।




© Akbar husen2