...

1 views

ভালবাসার আর এক নাম বন্ধুত্ব
একটা সময় তোকে আমি, ভীষন ভাবে খুঁজি !
সারাদিনের ক্লান্তি শেষে,
তুই যে অল্প হাসির পুঁজি !!
ভাবনা আসে তোকে ঘিরে !
স্বপ্ন ভাসে কাজল তীরে !!
তোর কথার গলি তে হারিয়ে যায় !
এক নতুন আমি কে খুঁজে পাই !!
এই "আমি" টা অন্য আমি,
যেন জন্ম হলো আজি !...