...

9 views

মন খারাপের ডায়রী
মনে পড়ে,
হাত ধরে - পার করা
রাস্তাগুলোর কথা?
হেঁটে যাওয়া নদী পাড় ধরে;
সুখ - দুখ ভরা ছিল
চা - র ভাঁড় - ফুটের দোকানে।

মনে পড়ে,
রাত জেগে -
এস এম এস বোনা?
মুঠো ফোনে - বোতামে বোতামে,
কানা গলি, চোখে চোখ
কোচিং - এর খাতা - বই
শেষ পাতা - ছিঁড়বই
চিঠির কারণে।

মনে পড়ে,
ঝগড়ার রাত?
নিকোটিন গনগনে লাল;
ধোঁয়া হয়ে সব -
উড়ে গেলো;
ফিরে এলো
প্রেমের সকাল।

মনে পড়ে,
আজ কেউ নেই!
দুপুরের পাড়া শুনশান;
ছোঁয়া ছাড়া নষ্ট জীবন
ঠোঁটে ঠোঁট
চুম্বনে ম্লান।

মনে পড়ে
সেই শেষ দিন!
একটান - সব ছারখার;
দুটি পথ -
ভাগ হয়ে গেলো।
জং ধরে -
গিটারের তার।

আজ তবু
এতদিন পর -
কাজে ডুবে
সব ভুলে থাকা অভ্যেস;
সব চিঠি - দেরাজের ধুলো,
ধোঁয়া ভরে থাকা
প্রশ্বাস।

অবসর -
উঁকি দিয়ে গেলো,
ছোঁয়া দিলো - কলমের টান;
হঠাৎ - ই
মনে পড়ে গেলো,
সেদিনের ভুলে যাওয়া গান।

শুধু ধুলোগুলো
সারি বেঁধে আছে;
আজও কিছু
ভুলে ওঠা হয়নি;
আজও আমার পাতা ভরে
স্মৃতি; - জ্বলজ্বলে
মন খারাপের ডায়রী।

© জিপ্`সি
৩রা আগস্ট, ২০১৮