...

4 views

মন পাখি।
যাকে ফুল ভেবে ভুল করে ছিড়তে গিয়ে পাতা
কাটার আঘাতে রক্ত ঝরে হৃদয়ে হলো ব্যাথা
যে চাই না মনের গভীর থাকতে.
আমিও বা কেমন করে পারবো বেঁধে রাখতে ।

আমি ভুলে খুলে রেখেছি আমার মনের দুয়ার
অযথা দম বন্ধ করে তাকে মারা কি দরকার।
খোলা দার পেয়ে ডুকে পরলো কোন চোর
নিয়ে গেল, আমার শখের সে আদর

ওরে তোরে রাখেবি সমাদরে, রাখিনি অতি গোপনে।
তুই কেমন করে, গোপন ছাড়ি উড়াল দিলি অান মনে।

ব্যাটা চোর
দোষ কী রে তোর,
সামনে পেয়ে মুক্তা ক্ষানি।
কেই বা ফেলে দিবে এমন রূপকথার রাণী।