...

8 views

যমুনা কথা
---যমুনা কথা---
কলমে-রশ্মিতা দাস

মন যমুনায় কে গো তুমি
নাইতে এলে সাঁঝে?
বুকের ভিতর পদ্ম ফুটে
কুসুমিত আজি লাজে...

সাধ্য কোথায় করাব স্নান
প্রশান্ত ঢেউ-স্রোতে,
কচুপাতায় জলের লুকোচুরিতে
মন মাতে।

রামধনু রং কজ্বা করে
ছায়ায় বাঁধি বুক,
সূর্য কিরণ, প্রাণের পরাগ
জীবন্ত হয় সুখ...

চাঁদের কায়া,জ্যোৎস্না মায়া
হয়ে যে দেয় ধরা,
মাতাল করা বারিষ-সোহাগ
করে পাগলপারা...

আর কি আছে আমার,
তোমায় নিবেদনের লাগি!
রামধনু রং,কিরণ, চাঁদের
মায়া যে বেবাগী...

আকাশ জোড়া মেঘের ঘনঘটায়
দুকূল ভরে,
আসে যত প্রাণের পরশ
দুহাতে জড়ো করে

সাজিয়ে রাখি পরাণ আমার
দেব হৃদয় জুড়ে
সোহাগ-ডালি সাজিয়ে রাখি
রাত্রি-দ্বিপ্রহরে।

কান পেতে রই,মন উতলা
কাতর-চাতক হিয়া,
ঘাটের সোপান তোমার পদধ্বনির
তরেই বসিয়া...