...

5 views

পড়ুন "বিলেত ফেরত খোকা"
পাড়ার একসময়ের দুরন্ত কিশোর খোকা  এখন বিলেত ফেরত ব্যরিস্টারবাবু।
দেশ বিদেশে সবাই তাকে  চিনে,
সেই খোকা বাড়ি ফিরলে পাড়ার লোকে
ঘিরে ধরে,ঝাপসা চোখে তাকায় দাদু
বলে কে তুই আমার নাতি,এতো স্যুট টাইয়ের আড়ালে ঢাকা কোনো ফুলবাবু
খোকা কাছে এসে মুচকি হেসে বলে
না দাদু দামি পোশাক পড়লেও বদলায় নি
আমি মোটেও,আমার মনটা এখনো ঠিক আগের মতই আছে,ঐ যেমন ছিলাম সোজাসাপ্টা।
দাদু বলল,তাই যেন হয় দাদু যেখানেই যা
ভুলিসনা কভু নিজের পরিবার দেশ ও আশপাশের মানুষকে।
তুই দশ জনের উপকারে আসবি,তবেই তো
হবে খোকার বিলেতফেরতের স্বার্থকতা।
বড়দের আশীর্বাদ থাকলে জীবনে
পেছন ফিরে চাইতে হয় না। বুঝলি দাদুভাই


© Sadia Tabassum