...

1 views

বিদায়
আজ আমার এখানে শেষ দিন। চলে যাচ্ছি এ শহর ছেড়ে। আবার কবে ফিরব, অথবা ফিরব কিনা ঠিক নেই।
তবে আমার মনে হয়েছে, একই শহরে থেকে বারবার তোমার মুখোমুখী হয়ে কষ্ট পাওয়ার চেয়ে দূরে যাওয়া ঢের ভালো। তাই আমার এই পদক্ষেপ।
তুমিও আর বিরক্ত হওয়ার সুযোগ পাবে না, আমিও তোমাকে দেখার তৃষ্ণা নিয়ে তোমার দিকে তাকাবো না।

পালিয়ে যাচ্ছি না মোটেই। শুধু সরে যাচ্ছি। বারবার উপেক্ষা পেয়ে নিরুপায় হয়ে বহুদূরে চলে যাচ্ছি।
তবে তোমার একটু গুরুত্ব যদি থাকত, থেকে যেতাম সত্যিই! তোমাকে না পেলেও থেকে যেতাম। কিন্তু যেখানে তুমি আমাকে সহ্যই করতে পারছ না। আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নাও সেখানে থাকা বড্ড কষ্টকর।
জানি আমি না থাকলে তোমার শূণ্যতা অনুভব হবেনা, একজনের অভাব বোধ হবেনা! চাইবে না আমি কোনও দিন ফিরে আসি এখানে। বরং ভালোই থাকবে, তোমার অসহ্যকর ব্যপারও আর থাকবেনা।
তবে তুমি যদি কোনো দিন আমাকে ডাক দাও, হয়তো ফিরব। আবার আমারও তখন মন বদলে যেতে পারে। এমনও হতে পারে অভিমানে আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম চিরতরে! যেমন এখন তুমি মূল্য বোঝনি।

আজ এ শহর ছেড়ে যেতে আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে একদিন হয়তো এদিকে ফিরে তাকানোর কথা আমার মনেই থাকবেনা। বছর কাটবে কয়েক তুমি সংসারি হবে। আমিও নিজেকে কোনও রকমে সামলে নিয়ে গুছিয়ে নেবো খানিক।
মন চায়না যেতে, তবু আমি যে বাধ্য.....
✍️রিম🙂