...

2 views

কবিতা: পোকা
কবিতা: পোকা

সবার কেন পোকা আছে?
পাতার পোকা
ফুলের পোকা
ফলের পোকা
আবার গাছের পোকা,
মাটিতে ও তো কত পোকা
গুবরে পোকা
আলুর পোকা ।
বেগুন পোকা
কাটার আগে
যায়না দেখা
দেয় যে ধোকা
সহজ ভাবে
যায়না রোকা ,
বিশ্রী তেঁতো করলা কেমন!
তার ও পোকা
মহাখুশি
খেলে কেমন
সদল বলে ।
ধানের পোকা
চাল এর পোকা
ডাল এর পোকা
জিরের পোকা ,
কালো জিরের পোকা
ধনে গুড়ো তারও পোকা
ভীষণ ভাবে দেয় যে ধোকা ।
মিষ্টির পোকা
দু তিন রকম
হাঁটা, উড়া
কিলবিল করা।
জলের পোকা
আগুনের পোকা
না না ব্যাতিক্রম
আসলে আলোর পোকা ।
ব‌ইয়ের পোকা
দুটি রকম
মাছের মতন আবার
মনুষ্য রতন,
প্রেমের পোকা -বিপজ্জনক
ভীষন রকম একরোখা।

দেহের পোকা
নয় শুধু নর
কুকুর গাভী
পাখী বানর
মরলে পরে
পরের দিন‌ই
মুড়ির মত
থোকা থোকা।

আবার চুলের পোকা,
চোখের পোকা,
আবার ভীষণ জ্বালায়
বলব কি আর
দাঁতের পোকা
এসব কি বাহন এক একটা
নাকি পরজীবী পরভোজী
গুপ্তচরের ব্যাটা!
কারেও থাকতে দিতে চায়না
একা একা ?
সবার চেয়ে বড় পোকা
মাথার পোকা
যায়না দেখা
শুধু কিলবিল করে
ঘুম হীন বিরামহীন
'কবিতাপ্রেম' নামটি তার
ডাকি আদর ভরে।।
**KRN**
31.03.2024.T
Writco:13.04.2024

Related Stories