...

5 views

দেখা হবে
চিলেকোঠায় জমা থাক
অপরিচিত স্বপ্নগুলো।
এক আলোকবর্ষ অপেক্ষা আমার,
পথ শেষে হয়ত রয়ে যাবে অলিখিত কিছু গল্প,
আমার রং এর পাত্র আজ শূন্য,
সেখানে এখন সুরক্ষিত তোমার ক্লান্ত অভিযোগগুলো।
দেখা হবে নদীপাড়ে,
বাঁশি-হাতে , আমার কবিতা রূপি স্বপ্নের সাথে।
ওই দেখো! খেয়া যে আমার ই অপেক্ষায়
নিহারিকা এখনও জেগে, আমায় দেখবে বলে,
নির্জন, একাকী।
চিলেকোঠায় জমা থাক তোমার কারনগুলো।
এক আলোকবর্ষ স্বপ্ন..
পরিনতি পাবে না আর কোনো নাটকের চরিত্রে
তার সমস্ত অলঙ্কারে আজ সজ্জিত আমার সত্বা।
দেখা হবে নদীপাড়ে,
আমার পদ্যরূপি বাউলের সাথে।