...

4 views

খয়ের আলীর যাদুর মেশিন

কুলির ঘরে জন্ম নিল একটি ছেলে,
    নাম তার খয়ের আলী।
বাবার মুখে শুনেছি সে পূর্ব পুরুষ ছিলেন  জমিদার।
ভাগ্যের খেলায় আজকে তারা গরীব পরিবার।
খয়ের আলী বসে ভাবে,গরীব হয়েছি দেখে
আত্মসম্মান বিসর্জন দিতে হবে।
না যতক্ষণ দেহে আছে প্রাণ,করতে হবে রক্তসংগ্রাম।
কুলির পেশাকে ছোট করে দেখছি না তাই বলে,
আমার বাবার পেশাকে সম্মান করে,আমি নিজেও কিছু করতে চাই।
তাই মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে
কিনল একখানা মানুষের ওজন পরিমাপক যন্ত্র।
রেলস্টেশনে অপেক্ষারত যাত্রীরা এখন তার নিকট এসে ওজন পরিমাপ করে।
খয়ের আলী এখন মহাখুশি,কারণ সে মানুষের উপকার ও নিজের উপার্জন দুটোই করছে।
এটা তার কাছে একটা যাদুর মেশিন।


© সাদিয়া তাবাসসুম