...

14 views

উত্তরণ
আমি কোথায় তারে দেখে ছিলাম
কোন সে বিজন দেশে
তার নয়ন ছিল শিশির হয়ে
সকাল বেলার ঘাসে।

তার পর বিষন্ন সময়ের মুখোমুখি
এখনো তার কথা মনে পড়ে
স্মৃতির ধুসর পান্ডুলিপি জুড়ে
হারানো কৈশোর এবং বসন্তের দিন।

সে দিন প্রথম সবে ফাগুন এসে
আগুন দিলো বনে
তখন বাতাসে তার বাজলো কাঁকন
বাজলো বাঁশী মনে।

হাজার বছরের পর আমি পেলাম
মানুষের সুষোপ্ত চেতনা
মাটির অমর শীতলে সঞ্চিত ছিল
কাহার বুভুক্ষু প্রেম

আমি চড়ুইভাতি খেলতে ছিলেম
বালচ নদীর চরে
হঠাৎ ফুলের ঘ্রাণে বাতাস আমায়
তুললো মাতাল করে।

একটা ঘোর লাগা সময় ফুরোলো
খুদা হাফেজ! আমার ধুলোর পৃথিবী
আলো ঝলমলে রোপালী মঞ্চে
আমার নিমন্ত্রণ।
ক্ষমা চাই দুঃখিতা জননী
যখন হাঁস ঘরে ফেরে ক্লান্ত সন্ধ্যায়
মাঠের পাখিরা ফেরে নীড়ে
সাঁঝের মমতা টুকু জড়িয়ে আওয়াজে
আমাকে আর ডেকো না তুমি।


পথে বেরিয়ে গেলাম আপন মনে
আবেশ ভরা চোখে
মাঠে লুটিয়ে পড়া বাতাস আমায়
জরিয়ে নিলো বুকে।

উদয়ের পথে মধুর প্রভাত
সজল বাতাসে ঝরে সুগন্ধ্যা শিশির
অতপর আকাশে কার
মেঘলা রাত্রির মতো কালো চুল
সে এলো আমার
স্বপ্নে দেখা সোনার উর্বশী


তার হাসিটি ধুলে শিমুল ফুলে
বাঁশী টি বাজে বায়,
তার চোখের তারা শিশির হয়ে
ঝরলো ঘাসের গায়।




© Akbar husen2