...

3 views

নিঃশব্দে পথচলা
সাদিয়া তাবাসসুম

"শব্দহীন চলতে চাই তাই তো নূপুর পরি না পায়ে।"
সাদা ফুলের ঘ্রাণ নিতে চাই,তবে কুড়াতে চাই না
মালা গাথা হবে না তাই।"
পাহাড়ের দিকে তাকাইনা
উচুতে উঠতে ইচ্ছে করবে তাই।
সমুদ্রের দিকে তাকালে পিপাসিত হয় প্রাণ।
না দেখেও প্রকৃতিকে আমি, ভালবেসে যেতে চাই অনুভবে।
আর পথ চলতে চাই নিঃশব্দে।



© সাদিয়া তাবাসসুম